Credits
PERFORMING ARTISTS
Fuad
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Adan Almuqtadir
Songwriter
PRODUCTION & ENGINEERING
Fuad
Producer
Lyrics
তুমিহীনা দুপুরে নগরীর গতিময়তায়
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাঁটার ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই
পথ চেয়ে থাকি অস্থিরতায়
তুমিহীনা দুপুরে নগরীর গতিময়তায়
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা
সময় এসে চলে যায় ঘড়ির কাঁটার ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই
পথ চেয়ে থাকি অস্থিরতায়
বলো, তুমি এমন কেন?
একবার দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি, যাব না কোথাও (যাব না)
বলো, তুমি এমন কেন?
একবার দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি, যাব না কোথাও (যাব না)
রোদজ্বালা এ দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগি মনে আজ মৌনতার আয়োজন
আলো-ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নের সবই পূর্ণতা
বলো, তুমি এমন কেন?
একবার দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি, যাব না কোথাও (যাব না)
বলো, তুমি এমন কেন?
একবার দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি, যাব না কোথাও (যাব না)
বিকেলের এ প্রহর কাটে না অপেক্ষায়
এ সময় থেমেছে তোমারই এ শূণ্যতায়
তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে
আমার এই প্রার্থনা কীভাবে তুমি ফেরাবে?
তুমি যদি না-ই আসো, অপেক্ষা শেষ হবে না
তুমি যদি না-ই আসো, কখনো ভোর হবে না
বলো, তুমি এমন কেন?
একবার দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি, যাব না কোথাও (যাব না)
বলো, তুমি এমন কেন?
একবার দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি, যাব না কোথাও (যাব না)
Written by: Sheikh Adan Almuqtadir