Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Fuad
Fuad
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Adan Almuqtadir
Sheikh Adan Almuqtadir
Songwriter
PRODUCTION & ENGINEERING
Fuad
Fuad
Producer

Lyrics

সব থেমে গেছে মৌনতা ঝড়ে
ক্লান্ত নদী থামে বালুচরে
যা ছিলো তা জানি সব ভুলে
ফিরবেনা জানি এ হৃদয়কুলে
হৃদয়কুলে
প্রার্থনা তোমার তরে
পাবে স্থিরতা মনে
দাঁড়িয়ে দেখব তোমায়
স্বর্গের জানালা খুলে
স্মৃতি হয়ে থাকি যদি নোনা জলে
খেলবে কি হাওয়া তোমার ঘন চুলে?
সন্ধ্যা তারা হয়ে আমি আসব যখন ফিরে
গাইব আমাদের গান তোমার কানে কানে
স্মৃতি হয়ে থাকি যদি নোনাজলে
খেলবে কি হাওয়া তোমার ঘন চুলে?
খেলবে হাওয়া যখন তোমার বিবর চুলে
স্মৃতি হয়ে মিশে রব নোনাজলে
মনে রেখ যখন ছিলাম অনেক কাছে
জ্বেল প্রদীপ
বালুচরে
ক্লান্ত বেলায় শ্রাবণ সন্ধ্যায়
দখিনা হাওয়ায় অস্তাচলে
নরম রোদে বা আঁধার বেলায়
তুমি জ্বেলো প্রদীপ বালুচরে
খেলবে হাওয়া যখন তোমার দিঘল চুলে
স্মৃতি হয়ে মিশে রবো নোনা জলে
মনে রেখ যখন ছিলাম অনেক কাছে
জ্বেলো প্রদীপ
বালুচরে
Written by: Sheikh Adan Almuqtadir
instagramSharePathic_arrow_out

Loading...