album cover
Cyanide
1,092
Rock
Cyanide was released on January 1, 2018 by G series as a part of the album Chinnho
album cover
AlbumChinnho
Release DateJanuary 1, 2018
LabelG series
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM67

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Encore
Encore
Performer
COMPOSITION & LYRICS
Encore Band
Encore Band
Songwriter

Lyrics

গিট বাঁধা দড়ি
আর সিলিং ফ্যানের সাথে ঝুলছে পাপ
আমি খুব খারাপ
আর নয় লুকোচুরি
আটতলা রেলিংহীন ছাদের থেকে লাফ
সব পাওনা মাফ
ব্যস্ত ক্রসিং এ
সবুজ বাতি জ্বলার আগেই পারাপার
কি সহজ ব্যাপার
লাশকাটা ঘরের
দেয়ালজুড়ে থাকে মিথ্যে ছাপ
বলো আর কি লাভ
হয়তোবা কাঁদবে শুরুতে
আবারও হাসবে পরে
ক্ষণিকের স্তব্ধতায় কার কি বলো আসে যায়?
তুমি আমার নাম ধরে আর কভু ডাকবে না পরে
ক্ষণিকের স্তব্ধতায় আমার কি বলো আসে যায়?.. হায়!
মুখ বুজে সয়ে গেছি বহুদিন
প্রস্তুত হাতে নিয়ে কেরোসিন
ছাই হয়ে যেতে চাই অগোচরে
দিনগুলো জেগে থাকি আশাতেই
রাতগুলো ডুবে থাকি হতাশাতেই
কব্জির শিরায় ব্লেডের ক্ষিণ আঁচরে
ডাকে চলন্ত ট্রেন, উরন্ত প্লেন আমায়
আমি ফিরে আসবো না
ডাকে ঝুলন্ত প্রেম, এ পড়ন্ত বিকেলে
আমি ফিরে আসবো না...
হয়তোবা কাঁদবে শুরুতে
আবারও হাসবে পরে
ক্ষণিকের স্তব্ধতায় কার কি বলো আসে যায়?
তুমি আমার নাম ধরে আর কভু ডাকবে না পরে
ক্ষণিকের স্তব্ধতায় আমার কি বলো আসে যায়?.. হায়!
হতাশার চাপে, পরিস্থিতির প্রভাবে
বেঁচে থাকার অজুহাতে
নিঃশেষ করে ফেলেছি নিজেকে
তবে সবটুকু এখনো শেষ নয়
শুনেছি আবার পূণর্জন্ম হয়
পূর্ব স্মৃতিহীন একমানুষে
কল্পনা আর বাস্তবের মাঝে
যে জানার, সে জানে
যার বাঁচার, সে বাঁচে
জীবনের কি মানে
কেউ বলে আবারও ঘুম ভাঙার অপেক্ষা
পিছুটান পেছনে ফেলে, কোলাহল থেকে বহুদূরে
গুটিয়ে নিজেকে, শামূকের খোলসে
তোমাদের বৃথা আহ্বানে, সময়ের মিথ্যে প্রলোভনে
স্বার্থহীন মানুষের আত্মঘাতী মনুষত্য
Written by: Encore Band
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...